ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিয়ের সানাই বেজেছিল বছরের শুরুতেই। গত মার্চেই ঘরোয়া আয়োজনে হয়েছে ‘আকদ’ অনুষ্ঠান! এবার বিয়ের বাকী আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন সাব্বির। মঙ্গলবার রঙ ছড়ালো সাব্বির রহমানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। সাম্প্রতিক সময়ে বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস। এবার সাব্বির রহমান।
মিরপুর ১৪ নম্বরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় সাব্বিরের বৌ-ভাত অনুষ্ঠান। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ঘনিষ্টজন, বন্ধু আর সতীর্থরা হাজির ছিলেন এই আয়োজনে।
আগেই জানা গেছে সাব্বিরের স্ত্রীর নাম মালিহা তাসনিম অর্পা। উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন তিনি।
জানা গেছে স্ত্রীকে নিয়ে এবার নিজ গ্রামের বাড়ি রাজশাহীতে যাবেন সাব্বির রহমান। সেখানে ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৭ বছর বয়সী সাব্বির ক্যারিয়ারে ১১ টেস্ট, ৬৬ ওয়ানডে আর ৪১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি ক্রিকেট খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার।
বিয়ের জন্য বিসিবির কাছ থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন এই অলরাউন্ডার। ছুটি শেষ হবে ২৭ আগস্ট। ২পরের দিনই যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সামনে আফগানিস্তানের সঙ্গে টেস্ট। এরপরই টি-টুয়েন্টি সিরিজ।
Discussion about this post