সৌভাগ্য সব সময়ই পাশে থাকে সৌম্য সরকারের। এবারো তার মুখে হাসি। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দলে আছেন তিনি। তার দলে থাকা নিয়ে রোববার সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাদ পড়ার পর নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে মাত্র ৫০ রান করেন সৌম্য। তারপরও দলে তিনি।
এনিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন- টি-টুয়েন্টিতে সৌম্যকে তাঁদের লাগবেই। বলেন, ‘টি-টুয়েন্টিতে আমরা যত খেলোয়াড় নিয়ে চিন্তা করি, ওর কথাটা সবার আগে চলে আসে। বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। তারা সৌম্যর ব্যাপারে ইতিবাচক। কোর্টনি ওয়ালশের সঙ্গে তো আমাদের কথা হয় সব সময়। যেহেতু ও নিদাহাস ট্রফিতে ছিল, তার পরামর্শ আমরা নিয়েছি।’
আফগানিস্তান সিরিজে দল নিয়ে পরীক্ষায় মাতেন নি নির্বাচকরা। মিনহাজুল আবেদীন জানান, ‘দেখুন, প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টুয়েন্টি সিরিজে কিন্তু র্যাঙ্কিংয়ে আমার অনেকটা পিছিয়ে আছি। আমাদের সেরা দলটা পাঠানোর চিন্তা করেছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে টি-টুয়েন্টি রয়েছে। আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে চেষ্টা করেছি। কিছুদিন আগেও এ সংস্করণে অনেক পিছিয়ে ছিলাম। এখন বুঝতে পেরেছি আমাদের শক্তির জায়গাগুলো কোথায়। এ কারণে খুব বেশি পরিবর্তনে যাইনি।’
আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরদুনে আফগানদের বিপক্ষে ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ। এর আগে ২৯ মে দেশ ছাড়বে টাইগাররা।
টি-টুয়েন্টির বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
Discussion about this post