তাকে নিয়ে সমালোচনার শেষ ছিল না। অবশ্য ঢাকায় টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেভাবে শম্ভুক গতিতে ব্যাটিং করেছেন তাতে সেটা তার প্রাপ্য। সেই যন্ত্রণা পেছনে ফেলে আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই রান পেলেন যুবরাজ সিং। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেললেন ২৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৫২ রানের ঝড়ো ইনিংস। তাতেই শারজায় বৃহস্পতিবার তার দল ৮ উইকেটে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা পেল।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি : ১৪৫/৪ (ডুমিনি ৬৭*, টেলর ৪৩; চাহাল ১/১৮, অ্যারন ১/৯)।
ব্যাঙ্গালোর : ১৪৬/২ (পার্থিব ৩৭, কোহলি ৪৯*, যুবরাজ ৫২*)।
ফল: ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা : যুবেন্দ্র চাহাল।
Discussion about this post