ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়ানডে দলে তার জায়গা নিয়ে আলোচনা হচ্ছে গত তিন বছর ধরে। অবশ্য কখনোই একদিনের ক্রিকেটের জন্য ভাবা হয়নি মুমিনুল হককে। তিনি টেস্ট স্পেশালিষ্ট। এবার অভিজ্ঞ এই ব্যাটসম্যানের জন্য খুলে যেতে পারে ওয়ানডের দরজা। আসছে সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে আছেন ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে মুমিনুলকে। বলা দরকার মুমিনুল সবশেষ ওয়ানডে খেলেন ২০১৫ বিশ্বকাপে।
আইরিশ ‘এ’ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্বে দেবেন অভিজ্ঞ মুমিনুল। ৫০ ওভারের ক্রিকেটে তার ফেরার তার জন্য পথ তৈরি করে দিল বিসিবি। সব মিলিয়ে শক্তিশালী দল নিয়েই আয়ারল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে আছেন জাতীয় দল থেকে বাদ পড়া বেশ কয়েকজন ক্রিকেটার। সফরে টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পেলেন সৌম্য সরকার।
জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার নুরুল হাসান সোহানের ছাড়া বেশ কয়েকজন তরুন ক্রিকেটাররা রয়েছেন স্কোয়াডে। সোমবার জানা গেছে, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ ‘এ’ দল আয়ারল্যান্ড যাবে ২৭ জুলাই।
২১ আগষ্ট আইরিশ ‘এ’ দলের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে দল। পরের চারটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮, ১০ আগস্ট। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি খেলবে যথাক্রমে ১৩, ১৪ ও ১৭ আগস্ট।
বাংলাদেশ ‘এ’ দল
মুমিনুল হক (ওয়ানডে অধিনায়ক), সৌম্য সরকার (ওয়ানডে সহ-অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল আমিন, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, মিজানুর রহমান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।








Discussion about this post