চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও নিজেদের খুঁজে পাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা। অথচ বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনের শুরুতে মনে হচ্ছিল অনেক দূর যাবে দল। কিনউত হঠাৎ করেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। ৩ বলের মধ্যে শেষ দুটি উইকেট নিয়ে সাকিব আল হাসানদের ২২৭ রানে থামালেন রবিচন্দ্রন অশ্বিন। মুমিনুল হক ১৬ রানের জন্য সেঞ্চুরি পাননি।
এরপর দিনের শেষদিকে নেমে ৮ ওভার খেলার সময় পেয়েছে। কোনও উইকেট না হারিয়ে ভারত করেছে ১৯ রান। এখনও সফরকারীরা ১ম ইনিংসে পিছিয়ে ২০৮ রানে। ৩০ বলে ৩ রানে খেলছেন লোকেশ রাহুল। শুবমান গিল ২০ বলে একটি করে ছক্কা ও চারে করেছেন ১৪ রান।
দিনটা হতে পারতো মুমিনুল হকের। দলে ফিরেই শতরান পেতে যাচ্ছিলেন তিনি। কিন্তু আক্ষেপ নিয়ে ফিরে যান। তার গ্লাভস ছুঁয়ে ক্যাচ যায় কিপার রিশব পান্তের কাছে। মুমিনুল ১২ চার ও এক ছক্কায় ১৫৭ বলে করেন ৮৪ রান।
টাইগারদের প্রথম সাত ব্যাটসম্যানের সবাই গেলে দুই অঙ্কে। মুমিনুল ছাড়া আর কেউ ছাড়াতে পারেননি বিশ রানের ঘর। প্রথম ছয় জুটির পাঁচটি গেল চল্লিশের আশেপাশে। কোনো জুটি পঞ্চাশ করতে পারল না। শেষ দিকে মাত্র ১৪ রানে বাংলাদেশ হারাল শেষ ৫ উইকেট। এভাবেই ৭৩.৫ ওভারে ২২৭ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
২৫ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার উমেশ যাদব। ৭১ রানে ৪ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এক যুগ পর টেস্ট ক্রিকেট ফিরে জয়েদব উনাদকাট ৫০ রানে ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৩.৫ ওভারে ২২৭ (শান্ত ২৪, জাকির ১৫, মুমিনুল ৮৪, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫, মিরাজ ১৫, সোহান ৬, তাসকিন ১, তাইজুল ৪, খালেদ ০; সিরাজ ৯-১-৩৯-০, উমেশ ১৫-৪-২৫-৪, উনাদকাট ১৬-২-৫০-২, অশ্বিন ২১.৫-৩-৭১-৪, আকসার ১২-৩-৩২-০) ভারত ১ম ইনিংস: ৮ ওভারে ১৯/০ (রাহুল ৩, গিল ১৪*; তাসকিন ৪-২-৮-০, সাকিব ৪-২-১১-০)
Discussion about this post