একেই বলে স্বপ্নের প্রত্যাবর্তন! টি-টুয়েন্টি দলে ফিরেই ক্যারিয়ারের সেরা সাফল্যের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। আগের ১৯ টি-টুয়েন্টিতে নিয়েছিলেন ৮ উইকেট। সেরা ১৭ রানে ৩ উইকেট। এবার সেই অর্জন টপকে ক্যারিয়ারে প্রথমবারের মতো চার উইকেট পেলেন এই স্পিনার।
দলে ফেরার ম্যাচে রোববার মিরপুরের শেরেবাংলায় ইংল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। তার পথ ধরেই
১৩ ম্যাচ পর অলআউট হলো টি-টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রথম ইনিংসের হিসাবে ২৭ ম্যাচ পর এমন ব্যর্থতা তাদের।
১১৭ রানে অলআউট জস বাটলারের দল। ২০ ওভার ব্যাটিং করে ইংল্যান্ডের সর্বনিম্ন এটি। ২০১২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে ১১৮ রান ছিল আগের সর্বনিম্ন।
শেষ ওভারের প্রথম বলে ডাকেটকে ফেরান মুস্তাফিজুর রহমান। মিরাজ ক্যারিয়ার সেরা বোলিং করেন এই ম্যাচে। ১২ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও হাসান মাহমুদ।
মিরাজ নিজের শেষ ওভারের শেষ বলে ফেরান জর্দানকে। এর আগে এই স্পিনিং অলরাউন্ডার ফেরান মঈন আলি, স্যাম কারান ও ক্রিস ওকসকে।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে দাপুটে জয়ে বাংলাদেশ এগিয়ে ১-০ ব্যবধানে। রোববার ইংলিশদের হারাতে পারলেই সিরিজ তাদের। এবারই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে এমন সাফল্যের সুবাস পাচ্ছে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ২০ ওভারে ১১৭/১০ (সল্ট ২৫, মালান ৫, মইন ১৫, বাটলার ৪, ডাকেট ২৮, কারান ১২, ওকস ০, জর্ডান ৩, রেহান ১১, রশিদ ১*, আর্চার ০; তাসকিন ৪-০-২৭-১, মুস্তাফিজ ৪-০-১৯-১, নাসুম ১-০-১৩-০, সাকিব ৩-০-১৩-১, হাসান ২-০-১০-১, মিরাজ ৪-০-১২-৪, শান্ত ১-০-৯-০, আফিফ ১-০-৭-০)।
 
			 
                                









Discussion about this post