জয়ের পথে বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছিলেন কোরি অ্যান্ডারসন। ৩১ বলে ৪ ছক্কা ও ৩ চারের তার রান তখন ৪৬। ঠিক তখনই নিজেকে মেলে ধরলেন রুবেল হোসেন। ফিরিয়ে দিলেন অ্যান্ডারসনকে। পরের বলেই তার শিকার ব্রেন্ডন ম্যাককালাম। স্ট্রাইকিংয়ে তখন জেমস নিশাম। লেগ স্টাম্পের বাইরে পিচ পড়া বল খেলতে গিয়ে ভুল করেন এই কিউই ব্যাটসম্যান বল চলে যায় মুশফিকুর রহীমের হাতে! হ্যাটট্রিক! তখন আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন রুবেল। ম্যাচটাও চলে আসে হাতের নাগালে। শেষ পর্যন্ত ১ম ওয়ানডেতে বাংলাদেশ পায় ডাকওয়াথ/লুইস ম্যাথডে ৪৩ রানের জয়।
রুবেল ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় বাংলাদেশী বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন রুবেল। এর আগে ২০০৬ সালে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন পেসার শাহাদাত হোসেন। হারারেতে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ের। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১০ সালে ঢাকায় হ্যাটট্রিক করেন স্পিনার আব্দুর রাজ্জাক।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগার গড়লেন রুবেল। যদিও এই রেকর্ড যৌথভাবে। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে মাশরাফি বিন মুর্তজা ২৬ রানে নেন ৬ উইকেট।
এমন সাফল্যের পর রুবেল বললেন-‘দেখুন আমি শুধু চেয়েছি উইকেট টু উইকেট বল রাখতে। তাতেই হ্যাটট্রিকটা পেয়ে গেলাম। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে বল করতে আমার মজাই লাগে। এমন সাফল্য পেয়ে অবশ্যই ভাল লাগছে!’
http://youtu.be/1BD0tsnNiPg
Discussion about this post