ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপ ফুটবলে আজ বুধবার অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ। যেখানে বাংলাদেশ সময় সন্ধ্যায় জায়ান্ট পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো। গত ম্যাচেই হ্যাটট্রিক করে অনন্য উচ্চতায় উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এরপরই লুইস সুয়ারেসের উরুগুয়ে খেলবে এশিয়ার দল সৌদি আরবের। এই ম্যাচটি সুয়ারেজের শততম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। দিনের শেষ ম্যাচে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন লড়বে এশিয়ার দল ইরানের সঙ্গে। সন্দেহ নেই এই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠার পথটা প্রস্বস্ত করতে চাইবে স্প্যানিশরা। আগের ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে দলটি।
চলুন এবার জেনে নেই তিনটির সময়সূচী।
পর্তুগাল-মরক্কো
সরাসরি, সন্ধ্যা ৬টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা, সনি ইএসপিএন ও সনি টেন টু
উরুগুয়ে-সৌদি আরব
সরাসরি, রাত ৯টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা, সনি ইএসপিএন ও সনি টেন টু
ইরান-স্পেন
সরাসরি, রাত ১২টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা, সনি ইএসপিএন ও সনি টেন টু
Discussion about this post