ক্যারিয়ারের সেরা সময়টাই যেন এখন পার করছেন হাশিম আমলা। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেছেন দক্ষিণ আফ্রিকার এ ব্যাটসম্যান। আর তাতেই ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি ভিভ রিচার্ডস এবং ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির রেকর্ড।
এইতো শুক্রবার ডারবানের কিংসমিডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে তিনি করেন ৬৬ বলে ৬৬ রান। এই ইনিংস খেলার পথে ৫ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তিনি। ১০১ ইনিংসে এই রান করলেন আমলা। এর আগে ৫ হাজার রান করতে ভিভ এবং কোহলি খেলেন ১১৪ ইনিংস।
বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালের মার্চে চট্টগ্রামে ওয়ানডে অভিষেক হয় আমলার।
এর আগে দ্রুততম ২ হাজার, ৩ হাজার ও ৪ হাজার রানের রেকর্ড গড়েছিলেন আমলা।
এবার আমলার সামনে কোহলি। ওয়ানডেতে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড বিরাট কোহলির। ১৩৬ ইনিংসে সেই মাইলফলক পেরিয়েছেন ভারতের এই ব্যাটসম্যান।
এদিকে আমলার রেকর্ডের দিনে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post