ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৪ সদস্যের দলে নেই বোলার শাহাদাত হোসেন। বুধবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
ঢাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাত্র দুই বল করে ইনজুরিতে পড়েন শাহাদাত। ঠিক এই কারনেই ভারতের বিপক্ষে দলে নেই এই পেসবোলার।
তবে দলে আছেন শুভাগত হোম চৌধুরী। এটা নিয়ে অবশ্য বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন।
তবে টেস্ট দলে জায়গা পেলেন না নাসির হোসেন ও এনামুল হক বিজয়।
ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে একটি টেস্ট খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। জানা গেল সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহীম। কেননা, বিসিবি এখনই টেস্ট অধিনায়ক খুঁজছে না।
এদিকে আগামী ৭ জুন ঢাকা পৌঁছাবে ভারতীয় দল। ভারতের সঙ্গে ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান এবং মোহাম্মদ শহীদ।
Discussion about this post