সময়টা বেশ ভাল যাচ্ছে বাংলাদেশের। দুর্দান্ত এক বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তানের বিপক্ষেও স্মরনীয় সাফল্য। তারই রেশ যখন ছড়িয়ে সবখানে তখনই টাইগাররা লড়ছে ভারতের সঙ্গে। বুধবার ফতুল্লায় খেলতে নামল সিরিজের প্রথম এবং একমাত্র টেস্ট।
যদিও ভারতের সঙ্গে টেস্টে সাফল্য নেই বাংলাদেশের। তাদের বিপক্ষে ৭ টেস্ট খেলে জয় নেই একটিতেও। ড্র একটি টেস্ট।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সেই অচলায়তন ভাঙ্গার জন্য লড়াই টাইগারদের। গরম অবশ্য সমস্যা করছে দুই দলকেই। একইসঙ্গে এমন আবহাওয়ায় উইকেট কেমন আচরন করবে তা পরিস্কার বলার সুযোগ নেই। টসটাকে গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম।
এদিকে এবার ইনজুরির কারনে দলে নেই মাহমুদউল্লাহ ও শাহাদাত হোসেন। উইকেট কিপার হিসেবে লিটন দাস থাকছেন দলে। মুশফিক স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলবেন।
ভারতের সঙ্গে ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post