পাকিস্তানের বিপক্ষে টেস্টে ঐতিহাসিক সাফল্যের পর আত্মবিশ্বাসটাই বেড়ে গেছে বাংলাদেশ দলের। এবার ভারতের সঙ্গে লড়াই। তার আগে রোববার দেশ ছাড়ল নাজমুল হোসেন শান্তর দল। চেন্নাইয়ে পা রাখল টাইগাররা। তার আগে ঢাকা ছাড়ার সময় অধিনায়ক শান্ত শোনালেন আশার কথা। তিনি বলেন , ‘প্রতিটি ম্যাচ আমরা জেতার জন্য খেলব।’
যদিও ভারতের বিপক্ষে কখনও টেস্ট জেতার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তবে এবার কিছু একটা করে দেখাতে চায় দল। যেমনটা পাকিস্তানের বিপক্ষে পেয়েছে। সফরে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে টেস্ট সিরিজের প্রথমটি।
ধেম ছাড়ার আগে অধিনায়ক শান্ত ভারতের উইকেট নিয়ে বলেন, ‘আমাদের স্পিন, পেস বিভাগ ভালো একটা অবস্থানে আছে। তবু ওই দলের সঙ্গে অভিজ্ঞতার দিক থেকে আমাদের পেসাররা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে। স্কিলের দিক থেকে হয়তো কাছাকাছি আছে। তবে অভিজ্ঞতার দিক থেকে ওই দলকে এগিয়ে রাখব।’
নিজেদের স্পিনারদের নিয়ে শান্ত বলেন, ‘আমাদের স্পিনারদের খুব ভালো অভিজ্ঞতা আছে যে কোনো কন্ডিশনে বোলিং করার। ওই সামর্থ্য তাদের আছে। আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার, ব্যাটসম্যান যারাই খেলবে এই সিরিজে, প্রত্যেকে শতভাগ দেবেন। আর আমি বিশ্বাস করি, পাঁচদিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, রোমাঞ্চকর একটা ম্যাচ হবে।’
জানালেন জয়ের জন্যই লড়বে বাংলাদেশ। শান্ত বলেন, ‘এটা একটা সুযোগ (ভারতের বিপক্ষে জেতার)। প্রত্যেকে ম্যাচই আমরা জেতার জন্য খেলব। সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম আগে এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম টেস্ট ১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাই (সকাল ১০টা)
দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর কানপুর (সকাল ১০টা)
টি-টোয়েন্টি সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু সময়
প্রথম টি-টোয়েন্টি ৬ অক্টোবর গোয়ালিয়র (সন্ধ্যা সাড়ে ৭টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ৯ অক্টোবর দিল্লি (সন্ধ্যা সাড়ে ৭টা)
তৃতীয় টি-টোয়েন্টি ১২ অক্টোবর হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা)
Discussion about this post