দীর্ঘ ১৫ বছরেরও পর বেশি সময় পর ক্ষমতার রদবদল হয়েছে বাংলাদেশে। শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সদ্য সাবেক হওয়া এই প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর বিলুপ্ত করা হয় জাতীয় সংসদ। এ অবস্থায় সব জায়গাতেই নতুনের আবাহন শোনা যাচ্ছে। পরিবর্তনের ডাক উঠেছে।
দুনীর্তিতে ডুবে থাকা প্রতিষ্ঠানে নেতৃত্বে পরিবর্তনের দাবি উঠছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরির্বতনের দাবি বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। এনিয়ে সরব হলেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার থেকে শুরু করে বঞ্চিত ক্রীড়া সংগঠকরাও।
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলেছেন পেসার রুবেল হোসেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রুবেল হোসেন লিখেছেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারনে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। একইভাবে চন্ডিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’
ইমরুল কায়েসও বিসিবিতে পরিবর্তনের দাবি তুলেছেন ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে। একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। অথচ এদের কারণে ক্রিকেটের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানে। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকায় খেলোয়াড়দের নূন্যতম সম্মান দেখানো হয় না।’
বোর্ড কর্তাদের পদত্যাগ চাইছেন ইমরুল। লিখেছেন, ‘আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যৎ। তারাই এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উঁচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইনশাআল্লাহ।’’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী হন। জানুয়ারিতে মন্ত্রীত্ব পেয়েছেন। কিন্তু মাত্র ছয় মাসের মাথায় শেষ অধ্যায়। বোর্ডের একাধিক কর্মকর্তারাও গত আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িত আছেন।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়েছিলেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে দীর্ঘদিন। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তিরও দাবি করেন তারা।
Discussion about this post