লিওনেল মেসির চারবছরের রাজত্বের ইতি টানলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৩ সালের বিশ্বের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ফিফা ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো। সোমবার রাতে লড়াইয়ে হারালেন বার্সেলোনার লিওনেল মেসি এবং বায়ার্ন মিউনিখের ফ্রাঙ্ক রিবেরিকে।
সুইজারল্যান্ডের জুরিখে সেই অনুষ্ঠানে জানা গেল রোনালদো পেয়েছেন মোট ১ হাজার ৩৬৫ পয়েন্ট। মেসি ১ হাজার ২০৫ এবং রিবেরি ১ হাজার ১২৭ পয়েন্ট।
২০৯টি জাতীয় দলের মধ্যে ১৮৪ জন কোচ ও ১৮৪ জন অধিনায়ক এবং ফ্রান্স ফুটবলের মনোনীত আন্তর্জাতিক গণমাধ্যমের ১৭৩ জন সাংবাদিকের ভোট দিয়েছেন।
ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন জার্মানির নাডিনে আঙারার। বায়ার্ন মিউনিখকে গত বছর ‘ট্রেবল’ জেতানো কোচ ইয়ুপ হাইনকেস হয়েছেন বর্ষসেরা কোচ। বছরের সেরা গোলের জন্য পুসকাস পুরস্কার পেলেন সুইডেন ও পিএসজির স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।
২০১৩ সালের ফিফা ফেয়ার প্লে পুরস্কার পেল যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান।
http://youtu.be/1TikkkroufE
Discussion about this post