১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৫। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্টেয় বিশ্বকাপের সুচী ঘোষনা করা হল মঙ্গলবার। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিল ১৪ দলের দু’টি গ্রুপ ও খেলারসূচি।
বিশ্বকাপের গ্রুপ ‘এ’ তে থাকছে বাংলাদেশ। সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং কোয়ালিফাই রাউন্ডের দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ দল। এই দল দু’টি এখনো চূড়ান্ত হয়নি।
১৮ ফেব্রুয়ারি ক্যানাবেরায় প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যদিও সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
২১ ফেব্রুয়ারি ব্রিসবেনে দিবা-রাত্রির ম্যাচে টাইগাররা লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে।
২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে শ্রীলঙ্কার সঙ্গে লড়বে বাংলাদেশ। ৫ মার্চ ফের মাঠে নামবে তারা। যদিও সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
৯ মার্চ এডিলেডে বাংলাদেশ লড়বে ইংল্যান্ডের সঙ্গে। ১৩ মার্চ হ্যামিলটনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে।
অন্যদিকে গ্রুপ ‘বি’ তে থাকছে দুই চিরপ্রতিদ্ধন্দী ভারত ও পাকিস্তান। সঙ্গে : দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, এবং কোয়ালিফাই রাউন্ডের শীর্ষ দল আয়ারল্যান্ড ও চতুর্থ শীর্ষ দল। শেষ দলটি এখনো চূড়ান্ত হয়নি।
১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান।
বিশ্ব ক্রিকেটের এই শ্রেষ্টত্বের লড়াইয়ের ফাইনাল ম্যাচটি ২০১৫ সালের ২৯ মার্চ অনুষ্টিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ২৩ বছর আগের সেই স্মৃতি ফিরে আসছে। ইংল্যান্ডকে হারিয়ে সেবার বিশ্বকাপ জিতে নিয়েছিল ইমরান খানের পাকিস্তান। সেই ফের মেলবোর্নে ফিরবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল।
টুর্নামেন্টের সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হবে সিডনি এবং অকল্যান্ডে।
৪৪ দিন ব্যাপী এই বিশ্বসেরার লড়াইয়ে মোট ৪৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দেশের ১৪টি ভেন্যুতে। গ্রুপ পর্বে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হল- অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানাবেরা, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। নিউজিল্যান্ডের ভেন্যুগুলো হল- অকল্যান্ড, ওয়েলিংটন, হ্যামিল্টন, নেপিয়ার, নেলসন, ডুনেডিন এবং ক্রাইস্টচার্চ।
বিশ্বকাপ ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৯ মার্চ পর্যন্ত।
Discussion about this post