টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশিদিন সময় বাকি নেই। আসছে অক্টোবরের মাঝামাঝিতেই অস্ট্রেলিয়ায় বসবে ২০ ওভারের বিশ্বযুদ্ধ। যেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। শুধু সাকিব আল হাসানদের ম্যাচই নয়, পুরো বিশ্বকাপ নিয়েই উন্মাদনা শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ায়।
একমাসের এই আয়োজনের গ্যালারির আসন নিশ্চিত করেছে ৫ লাখ ক্রিকেট ভক্ত। এর মধ্যে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সুপার টুয়েলভের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আইসিসি এই তথ্য জানিয়েছে বৃহস্পতিবার।
১৬টি আন্তর্জাতিক দল থাকছে এবারের বিশ্বকাপে। তাদের খেলা দেখতে টিকিট কিনেছে ৮২টি দেশের ক্রিকেটপ্রেমীরা। এবার পুরো পরিবার যেন খেলা দেখতে পারে, সেটি ভেবেই এবার টিকিটের দাম কম রাখা হয়েছে। তার পথ ধরে শিশুদের টিকিট বিক্রি হয়েছে ৮৫ হাজার। প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের সবগুলো ম্যাচের জন্য শিশু টিকিটের দাম ৫ ডলার আর প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য শুরু হয়েছে ২০ ডলার থেকে শুরু।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও পাকিস্তানের ২৩ অক্টোবরের ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে। ম্যাচটির জন্য ছাড়া অতিরিক্ত স্ট্যান্ডিং টিকিটও বিক্রিও শেষ নিমিষেই!
এছাড়া ২৭ অক্টোবর এসসিজিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এবং ভারত বনাম গ্রুপ এ রানারআপের ম্যাচ টিকিট মিলছে না। অতিরিক্ত টিকিট ছাড়া হতে পারে এই অপেক্ষায় ভক্তরা।
২২ অক্টোবর এসসিজিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভ উদ্বোধনী ম্যাচের কিছু টিকিট আছে। ৩০ অক্টোবর পাকিস্তান বনাম গ্রুপ এ রানারআপ ও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং ৩ নভেম্বর পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের টিকিটও প্রায় শেষের দিকে।
Discussion about this post