ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের প্রথম চারদিনের ম্যাচ। শুক্রবার খুলনায় বৃষ্টির দাপটেই কেটেছে সময়। দুই দফা বৃষ্টিতে বন্ধ হয়ে প্রথম দিন ৩৫ ওভার কম খেলা হয়েছে। ছুটির দিনের শুরুটা ছিল আফগান বোলারদের। তারপরই ম্যাচের নিয়ন্ত্রন নেয় স্বাগতিকরা।
এনামুল হক বিজয় ও তরুণ নাইম শেখ দেখালেন দারুণ দাপট। তারই পথ ধরে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেট হারিয়ে করেছে ১১৯ রান। ৫৩ রান করে অপরাজিত থাকেন বিজয়।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টসে জিতে আফগান অধিনায়ক নাসির জামাল বাংলাদেশ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।২ রান হতেই বিদায় নেন দলের দুই ব্যাটসম্যান ওপেনার ইমরুল কায়েস ও জাকির হোসেন। ইয়ামিন আহেমদ জালির প্রথম ওভারেই আউট হন দুজন। ভালো করতে পারেন নি রকিবুল হাসান।
তারপরই এনামুল হক বিজয় ও নাইম শেখ জুটি পথ দেখান দলকে। নাইম ৯৪ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। বিজয় অপরাজিত আছেন ৫৩ রানে। আফিফ হোসেন অপরাজিত আছেন ৭ রানে।
আফগান বোলারদের মধ্যে পেসার ইয়ামিন আহমেদ জালি নেন ৩ উইকেট।
Discussion about this post