দিন কয়েক পরই নতুন মিশনে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে লড়বে বাংলাদেশ। ভারতের দেরাদুনে তিন ম্যাচের লড়াই। মঙ্গলবার এই মিশনে দেশ ছাড়বে সাকিব আল হাসানের দল।
দুই দেশের মধ্যকার সিরিজটি সরাসরি দেখাবে গাজী টেলিভিশন (জিটিভি) ও চ্যানেল আই। বাংলাদেশের হোম ম্যাচের সম্প্রচার স্বত্ব আগেই পেয়েছে জিটিভি। ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে হোম ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনে নেয় তারা।
আফগানিস্তানের ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশের টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ দিয়েই তাদের পথচলা শুরু হবে।
সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ ৫ জুন। পরের দুটি ৭ ও ৯ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে রাত সাড়ে আটটায়।
আফগানিস্তানের বিপক্ষে সফরসূচি-
৩ জুন, প্রথম টি-টুয়েন্টি ৮.৩০ মিনিট
৫ জুন, দ্বিতীয় টি-টুয়েন্টি ৮.৩০ মিনিট
৭ জুন, তৃতীয় টি-টুয়েন্টি ৮.৩০ মিনিট
Discussion about this post