বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সুরেশ রায়না। ঢাকায় অনুষ্ঠেয় এই সিরিজে থাকছেন না নিয়মতিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নেই তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া বিরাট কোহলিও। এমন কি রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও শামি আহমেদকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
দলে ফিরেছেন ওপেনার রবিন উথাপ্পা। আইপিএলে ভালো খেলার পুরস্কার পেলেন কলকাতা নাইটরাইডার্সের এই ব্যাটসম্যান।
রায়নার নেতৃত্বে ভারতীয় দল ঢাকা আসবে ১৩ জুন।
সফরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত।
ভারত দল
সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, অম্বতি রাইডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, হৃদ্ধিমান সাহা, পারভেজ রসূল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।
Discussion about this post