লোডভিক ডি ক্রুইফ অধ্যায় শেষ হওয়ারটা ছিল সময়ের ব্যাপার। তাই হলো বুধবার। বৃহস্পতিবারই নিজ দেশে ফিরে গেছেন এই ডাচ কোচ। বাংলাদেশ ফুটবল দলে নতুন কোচ হিসেবে আসছেন ইতালির ফ্যাবিও লোপেজ।
ডি ক্রুইফ বাংলাদেশে থেকে যেতে চাইলেও ফুটবল ফেডারেশন তাকে চায়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাফল্য তলানির দিকে। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ০-৫ গোলের হার নিয়ে অবশ্য তেমন সমালোচনা হয়নি। কারন প্রতিপক্ষ দলটা এশিয়ান চ্যাম্পিয়ন। তবে ঘরের মাঠে জর্ডানের বিপক্ষে ০-৪ গোলে হারের ডি ক্রুইফ পড়েন বিপাকে। নতুন কোচ খুঁজতে থাকে বাফুফে।
এ অবস্থায় লোপেজ আসেন দৃশ্যপটে। তিনি এর আগে ইতালিয়ান ক্লাব এএস রোমার একাডেমির দায়িত্বে ছিলেন। এ ছাড়া লিথুয়ানিয়ার ক্লাব এফকে বাঙ্গা গারজদাই, মালয়েশিয়ার সুপার লিগের দল সাবাহ এফএ এবং ইন্দোনেশিয়ার প্রিমিয়ার লিগের দল পিএসএমএস মাদানের কোচ ছিলেন লোপেজ।
বলা দরকার, ২০১৩ সালের জুনে দুই বছরের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ডাচ কোচ ডি ক্রুইফ।
Discussion about this post