ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে নিশ্চিত দ্বিতীয় বাঙালি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন সৌরভ গাঙ্গুলি। সাবেক এ ক্রিকেটার যে দায়িত্ব নেবেন আগামী ২৩ অক্টোবর। এমন সুখবরে খুশি কলকাতার মতো বাংলাদেশের ক্রিকেট প্রেমিরাও। এর সঙ্গে সঙ্গে আবার লাল-সবুজদের বোর্ড আশা করছে দাদার কাছ থেকে বেশ কিছু সুবিধা পাওয়ায়। তার আগেই ব্যাপারটি খোলাসা করছেন সৌরভ। ভারতের বোর্ড প্রধান হয়ে যথাস্বাধ্য বাংলাদেশের ক্রিকেটে সহযোগিতা করবেন তিনি।
আগে থেকেই সৌরভ জায়গা করে নিয়েছেন বাংলাদেশি ক্রিকেট ভক্তদের হৃদয়ে। তাই ক্যারিয়ারে যে কয়েকবার এ বাঁহাতি এ দেশে খেলতে এসেছেন পেয়েছেন ভক্ততের ভালোবাসা। যা মাঠের ক্রিকেটে আরও ভালো করতে তাকে করেছিল উদ্বুদ্ধ। ব্যাপারগুলো এখনও স্মৃতিতে রয়েই গেছে তার। তাই-তো এবার তিনি বলেছেন, যখন ঢাকায় খেলতে যেতাম মনেই হতো না পারদেশে রয়েছি।
২০০০ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছিলেন সৌরভ। যে কারণে এদেশের ক্রিকেট তার খুব টানে। এরইমধ্যে বিসিবি সভাপতির অভিনন্দন-বার্তা পৌঁছে গেছে তার কাছে, সেটা তিনি নিজেই জানিয়েছেন। ভারতীয় বোর্ড প্রধান হিসেবে বিসিবির সঙ্গে সুসম্পর্ক যে তার অগ্রাধিকার সেটিও বলতে ভুললেন না, ‘১০০ বার বাংলাদেশকে সহযোগিতা করব। বাংলাদেশকে সহযোগিতা না করলে আর কাকে করব। দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির আলোচনাতেও সহযোগিতা করতে পারি। কিছুদিন পরেই তো এখানে টেস্ট ম্যাচ খেলতে আসছে বাংলাদেশ। তখন বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা হবে।’
আগামী মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। খেলবে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট। যার মধ্যে একটি পাঁচ দিনের ম্যাচ হবে সৌরভের ঘরের মাঠ কলকাতায়। যে কারণে সাবেক এ তারকা ম্যাচটি চাইছেন স্মরণীয় করে রাখতে।
নিয়োমিতই সৌরভ খবর রাখেন বাংলাদেশের ক্রিকেটের। তাই তার চোখে এ দেশের ক্রিকেটের ভাল-মন্দটা চোখে পড়ে। সে অভিজ্ঞতা থেকেই এবার তিনি সাকিবদের পরামর্শ দিয়েছেন বোলিং আক্রমণটাকে ঠিক করতে, ‘বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।’
Discussion about this post