ভারতের বিপক্ষে ১৮ রানের দুর্দান্ত এক জয় দিয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন সফরকারীরা। আর শনিবারের সেই ম্যাচে হারলেও মহেন্দ্র সিং ধোনি ছাড়িয়ে গেলেন স্টিফেন ফ্লেমিংকে।
রাজকোটে শনিবার ৪৭ রান করেন ধোনি। এই রান করার পথে ভারতীয় অধিনায়ক ফ্লেমিংকে পেছনে ফেলেন।। ওয়ানডে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের যে তালিকা আছে তাতে এখন তিনি দ্বিতীয়স্থানে। ধোনির রান এখন ৬৩১৩। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিং ২১৮ ওয়ানডেতে করেন ৬২৯৫।
এই রান টপকাতে অধিনায়ক ধোনিকে খেলতে হল ১৮৪ ওয়ানডে। শীর্ষে আছেন রিকি পন্টিং। অজি অধিনায়ক হিসেবে ২৩০ ম্যাচে করেন ৮৪৯৭ রান।
Discussion about this post