২০০৬-০৭ মৌসুমের পর ফের অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে যাচ্ছে অ্যালিস্টার কুকের ইংল্যান্ড। তাদের হার এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। দ্বিতীয় দিন শেষেই অস্ট্রেলিয়ার ৩১১ রানের লিড বলে দিচ্ছে-কুক এখন অপেক্ষা করছেন কখন ইনিংস ঘোষণা করবেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক?
সফরকারীরা ১ম ইনিংসে ইংল্যান্ড অল আউট ১৫৫ রানে। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১৪০।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৬/১০ (স্মিথ ১১৫, হাডিন ৭৫; স্টোকস ৬/৯৯) ও ২য় ইনিংস : ১৪০/৪ (রজার্স ৭৩ ব্যাটিং, বেইলি ২০ ব্যাটিং; অ্যান্ডারসন ২/৩৬)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ১৫৫/১০ (স্টোকস ৪৭, ব্রড ৩০*, ব্যালান্স ১৮, বেয়ারস্টো ১৮, র্যানকিন ১৩; জনসন ৩/৩৩, সিডল ৩/২৩, হ্যারিস ৩/৩৬)। (২য় দিন শেষে)
ফের চাপে ইংল্যান্ড (প্রথম দিন শেষে)
অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে আরেক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ৪-০ তে এগিয়ে থাকার পর পঞ্চম টেস্টেও দারুণ শুরু করেছে অজিরা। সিডনিতে অজিরা প্রথম ইনিংসে করল ৩২৬ রান। আর দিন শেষে ৮ রান তুলতেই এক উইকেট হারাতে হয়েছে ইংল্যান্ডকে।
এই টেস্টে জিততে না পারলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরত হবে ইংল্যান্ডকে। শুক্রবার শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিও পূর্ণ করেছেন স্টিভেন স্মিথ। আউট হন ১১৫ রানে। গত তিন ম্যাচে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। পরপর দুই বলে হ্যারিস ও সিডলকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন বেন স্টোকস। হ্যাটট্রিক না হলেও ওই ওভারের শেষ বলে স্মিথকে ফিরিয়ে দেন তিনি। ৯৯ রানে ৬ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩২৬/১০ (রজার্স ১১, ওয়ার্নার ১৬, ওয়াটসন ৪৩, ক্লার্ক ১০, স্মিথ ১১৫, হাডিন ৭৫, জনসন ১২, হ্যারিস ২২; স্টোকস ৯৯/৬, ব্রড ৬৫/২)।
ইংল্যান্ড ১ম ইনিংস : ৮/১ (কুক ৭* কারবেরি ০, অ্যান্ডারসন ১*; জনসন ৩/১)। (প্রথম দিন শেষে)।
Discussion about this post