মিরপুর শেরবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে আরো একটা দিন দাপট দেখা গেল বোলারদের। আগের দিনটি ছিল তাইজুল ইসলামের। শনিবার বল হাতে আগুন ঝরালেন পেসার আল-আমিন ও তার সঙ্গীরা। তাতেই বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংসে আটকে গেল ২৩৫ রানে। প্রাইম ব্যাঙ্ক দক্ষিণাঞ্চল ৩৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে রোববার।
এর আগে বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭০ রান। তাইজুল করেন ২৯।
আল-আমিন ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন। ২ উইকেট করে উইকেট নেন সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক এবং শুভাগত হোম।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ২৭১/১০।
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস : ২৩৫/১০ (মাইশুকুর ৪২, জুনায়েদ ২৫, ফরহাদ হোসেন ৩২, নাসির ৭০, তাইজুল ২৯; আল-আমিন ৪/৩৫, সোহাগ গাজী ২/৬৮, রাজ্জাক ২/৬৭, শুভগত ২/২১)।
Discussion about this post