পেছাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে দুই দফায় অনুষ্ঠিত হবে দলবদল। এমনিতে ৬ ও ৭ আগষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার বিসিবি জানায়, ১০ ও ১১ আগষ্ট হবে পুলের ক্রিকেটারদের দলবদল হবে।
পুলের বাইরের ক্রিকেট খেলোয়াড়দের দলবদল ৬ ও ৭ আগষ্টের বদলে ২৭-২৮ আগষ্ট অনুষ্ঠিত হবে।
পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলার সভাকক্ষে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে দলবদল।
বিসিবি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে ডাক পাওয়া পুলের বাইরের ক্রিকেটাররাও পুলের খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
একই সঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছ দলবদল পেছালেও লিগ শুরু হবে নির্ধারিত সময়ে। এর অর্থ ১০ অক্টোবর মাঠে গড়াবে প্রিমিয়ার ক্রিকেট লিগ।
Discussion about this post