ব্যাপারটাকে অলৌকিক ছাড়া আর কী বলবেন! রীতিমতো মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন কেমার রোচ। শনিবার বার্বাডোজে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়লেও অক্ষত রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ২৫ বছর বয়সী এ পেস বোলার। টুইটারে নিজেই জানালেন, ‘বন্ধু, পরিবার এবং ভক্তদের ভয় পাইয়ে দেয়ার জন্য দু:খিত। আমি ঠিক আছি।’
গত শনিবার বার্বাডোজের রাস্তায় নিজের বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছিলেন রোচ। শহর ছেড়ে বের হতেই ওয়ানস্টিড ড্রাইভে পিচ্ছিল রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন!
এরপর গাড়িটি রাস্তায় বেশ কয়েকবার পাক খেয়ে পাশের এক পার্কে গিয়ে পড়ে।
এরপর গাড়ি থেকে বের করে আনা হয় রোচকে। মাথায় কিছুটা আঘাত পেলেও এমন একটি দুর্ঘটনার পর সুস্থই আছেন রোচ।
Discussion about this post