হঠাৎ করেই পাল্টে গেল দৃশ্যপট। একদিন আগেই তিনি জানিয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে খেলবেন। এরপর দলের সঙ্গে ফিরবেন এমন কথা হচ্ছিল। কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বায়োবাবলে থাকতে এছাড়া কোন উপায়ও ছিল না। কিন্তু বুধবার আচমকা জানা গেলো টি-টুয়েন্টির সঙ্গে ওয়ানডেতেও খেলবেন না। দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম।
জিম্বাবুয়ে সফরের বাকি অংশ শেষ না করেই ফিরছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকে বুধবারই ঢাকার পথ ধরছেন তিনি।
বিসিবি সবাইকে এই মুহুর্তে মুশফিকুর রহিম ও তার পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান রাখতে অনুরোধও করেছে। এর মানে পারিবারিক কারণেই ফিরছেন তিনি। বুধবার মুশফিক হারারে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।
অবশ্য টেস্টের পর ওয়ানডে খেলেই দেশে ফেরার কথা ছিল তার। এই সফরের টি-টুয়েন্টি সিরিজে না খেলার জন্য বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন তিনি। মুশফিকের সেই কথা মেনে তাকে ছুটি দিয়েছিল বিসিবি। তার পথ ধরে ২১ জুলাই দেশে ফিরে আসার কথা ছিল তার।
কিন্তু মঙ্গলবার জানা যায়- আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে অজিদের কঠিন শর্তের কারণে টি-টুয়েন্টি সিরিজ খেলবেন তিনি। কারণ সেটা না খেলে দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাকে কঠিন হবে। কিন্তু বুধবার বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাল, ওয়ানডে সিরিজেও পাওয়া যাবে না মুশফিককে।
Discussion about this post