এটি ছিল অলিখিত ফাইনাল। যারা জিতবে সিরিজ তাদেরই। এমন এক ম্যাচে ভরাডুবি হলো পাকিস্তানের। শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটিতে জিতল স্বাগতিকরা। আর তাতেই ২-১ ব্যবধানে সিরিজ জিতল শ্রীলঙ্কা।
ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। সেটাই যেন কাল হল তাদের। ৩২.১ ওভারে ১০২ রানে অলআউট পাকিস্তান। ৩৮ রানে অপরাজিত থাকেন ফাওয়াদ আলম। ৩৪ রানে ৪ উইকেট নেন শ্রীলঙ্কার সেরা বোলার থিসারা।
বৃষ্টি নামায় ম্যাচের কমে হয় ৪৮ ওভার। তখন ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার লক্ষ্য হয়- ১০১ রান।
এরপর জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
তিলকারত্মে দিলশান করেন ৫০ রান।
এর আগে ২-০’তে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৩২.১ ওভারে ১০২/১০ (শেহজাদ ১০, মিসবাহ ১৮, ফাওয়াদ ৩৮*; থিসারা ৪/৩৪,)
শ্রীলঙ্কা: ১৮.২ ওভারে ১০৪/৩ (থারাঙ্গা ১৪, দিলশান ৫০*, জয়াবর্ধনে ২৬; আজমল ১/১০)
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা ও সিরিজ: থিসারা পেরেরা।
সিরিজ: শ্রীলঙ্কা ২-১’এ সিরিজ জয়ী
Discussion about this post