ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০১৯ বিশ্বকাপের মতো আবারও নায়ক বলে গলেন বেন স্টোকস। দলের প্রয়োজনে আরও একবার ধরলেন হাল। শেষ পর্যন্ত চালিয়ে গেলেন লড়াই। বলতে গেলে তার নৈপুণ্যেই রোববার মেলবোর্নের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড।
রোববার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান তোলে ৮ উইকেটে ১৩৭ রান। জবাব দিতে নেমে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। এর ফলে ২০১০ সালের পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছোঁয়ার আনন্দে মাতে ইংলিশরা। স্টোকস ৪৯ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন।
বেন স্টোকস কত বড় মাপের ক্রিকেটার আরও একটি বিশ্বকাপের ফাইনালে তিনি প্রমাণ করে দিলেন। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের কথা সবার নিশ্চয় মনে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটিকে শেষ পর্যন্ত একা টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর সুপার ওভার কিংবা বাউন্ডারির হিসেব যাই হোক, ম্যাচকে সে পর্যায়ে নিয়ে যাওয়ার মূল নায়ক ছিলেন তিনি।
এবারও সেই বেন স্টোকস। অ্যালেক্স হেলস, পিল সল্ট, জস বাটলার কিংবা হ্যারি ব্রুকসদের আউট হয়ে যাওয়ার পর লো স্কোরিং ম্যাচটাও যখন কঠিন হয়ে উঠছিল, তখন মইন আলিকে নিয়ে উইকেট কামড়ে থাকার নীতিই গ্রহণ করেন তিনি। শেষ পর্যন্ত হলেন সফল। ১৬তম ওভার শেষে স্টোকসের রান গিয়ে দাঁড়ায় ৩৮ বলে ৩৯। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকলেন ৪৯ বলে ৫১ রানে। যাতে ছক্কা মাত্র ১টি এবং বাউন্ডারি ৫টি।
এরআগে মেলবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৮ উইকেটে ১৩৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন মিডল অর্ডার ব্যাটার শান মাসুদ। মোহাম্মদ রিজওয়ান ধরে রাখতে পারেননি সেমির ফর্ম, সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নাওয়াজ। ৪ ওভার বল করে মাত্র ১২ রান নিয়ে ৩ উইকেট নেন কারান। ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট জর্ডানের। লেগ স্পিনের ঝলকে আদিল ২২ রানে পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৭/৮ (মাসুদ ৩৮, বাবর ৩২; কারান ৩/১২, রশিদ ২/২২ ও জর্ডান ২/২৭)।
ইংল্যান্ড: ১৯ ওভারে ১৩৮/৫ (স্টোকস ৫২*, বাটলার ২৬; রউফ ২/২৩)।
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী এবং চ্যাম্পিয়ন।
ম্যাচসেরা: স্যাম কারান (ইংল্যান্ড)।
টুর্নামেন্ট সেরা: স্যাম কারান।
Discussion about this post