ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরি কাটিয়ে ফের বাংলাদেশ দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোট নিয়ে শঙ্কায় ছিলেন মুশফিকুর রহীম। তিনিও আছেন পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে টাইগারদের শেষ ম্যাচে। এটি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও শেষ ম্যাচ।
মাহমুদউল্লাহ ফেরায় একাদশে ফেরায় দলে নেই সাব্বির রহমান। পেসার রুবেল হোসেনের ছিটকে গেলেন। ফের দলে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
লর্ডসে টস জিতে প্রথমেই ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। বল হাতে মাশরাফির দল।
ডারবানে কানাডার বিপক্ষে ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলেন মাশরাফি। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই শেষ তার বিশ্বকাপ অধ্যায়। ১৬ বছরে মাশরাফি চারটি বিশ্বকাপ খেলেছেন। ২৩ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।
ম্যাচে পাকিস্তান দলে কোন পরিবর্তন নেই। আফগানিস্তানের বিপক্ষে খেলা দলটা নিয়েই নেমেছেন সরফরাজ আহমেদরা। গাণিতিকভাবে শেষ চারের আশা টিকে থাকলেও এই ম্যাচ জিতেও কিছু আসে যাবে না পাকিস্তানের। কারণ তাদের চেয়ে রানরেটে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।
Discussion about this post