বেশ সাহসী সিদ্ধান্তই নিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টিতে আগের দিনের শেষ বিকেলে হয়নি খেলা। শনিবার তৃতীয় দিনের সকালে নেমেই সময় নেয়নি স্বাগতিকরা। চটজলদিই ঘোষণা করল ইনিংস। ৪ উইকেট হাতে রেখে তৃতীয় দিন মাঠে নামে শ্রীলঙ্কা। রান ছিল ৪৬৯। দিনের চতুর্থ ওভারে রমেশ মেন্ডিস আউট হওয়ার পরই বাংলাদেশের বিপক্ষে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংসে থামল দলটি।
সকালেই রমেশ মেন্ডিসকে ফিরিয়ে চতুর্থ উইকেট পেলেন তাসকিন আহমেদ। তৃতীয় দিন সকালে মিনিট ১৫ ব্যাট করার পরই লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে দেন ইনিংস ঘোষণা।
এর আগের দিন আলোকস্বল্পতায় আগের দিন খেলা শেষ হয় ২৪.১ ওভার আগই। এ কারণেই শনিবার খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। দ্রুত রান তুলতে শনিবার মনোযোগী হন নিরোশান ডিকভেলা ও রমেশ মেন্ডিসের ব্যাটে। মেহেদী হাসান মিরাজকে টানা দুই বলে ছক্কা ও চার মারেন ডিকভেলা। এরপরই তাসকিনের শর্ট বলে পুল করে আউট হন মেন্ডিস।
৩৩ রানে মেন্ডিস আউট। ডিকভেলা তখন অপরাজিত ৭২ বলে ৭৭ রানে। ৪৫ টেস্টে তার রান এখন ২৪১৯। কোনো সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি টেস্ট ফিফটির রেকর্ডও এই ব্যাটসম্যানের। মোট ১৮টি।
১২৭ রানে ৪ উইকেট পেলেন তাসকিন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। বোলারদের পর এবার ব্যাটসম্যানদের পালা। ক্যান্ডির পালেকেল্লের উইকেটে দেখে খেললে রান আসবেই। বড় সংগহ গড়তে না পারলে হেরে যেতে পারে দল।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ (ডি.) (আগের দিন ৪৬৯/৬) (ডিকভেলা ৭৭*, মেন্ডিস ৩৩, আবু জায়েদ ২২-৪-৬৯-০, তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, মিরাজ ৩৬-৭-১১৮-১, শরিফুল ২৯-৬-৯১-১, তাইজুল ৩৮-৭-৮৩-১)।
Discussion about this post