নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ব্যর্থ হলেও ব্যাক্তিগত নৈপুন্যে সফল সাকিব আল হাসান। বরাবরের মতোই ব্যাট-বল দুটোই কথা বলেছে তার। এই সফরেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটাও খেলেছেন তিনি। তারপরও সমালোচনা থেকে যেন রেহাই নেই। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এনিয়ে সরব! তার ২১৭ রানের ইনিংসটাও ‘মূল্যহীন’ মনে হচ্ছে তার!
বিসিবি সভাপতি মিডিয়াকে বলেন, ‘২০০ রান (২১৭) এক ইনিংসে না করে টি-টুয়েন্টি ও ওয়ানডেতে ৩০ রান করে করলেও আমরা কয়েকটি ম্যাচ জিততে পারতাম। আমাদের যখন দরকার তখন সাকিব রান করতে পারেনি।’
পাপন পুরো বিষয়টা এভাবে ব্যাখ্যা করলেন, ‘সেখানে ২০০ রান না করে ১৫০ করে পরের ইনিংসে ৫০ করলেও ওয়েলিংটন টেস্ট বাঁচাতে পারতাম। খেলোয়াড়দের মনসংযোগ বাড়াতে হবে। বুঝতে হবে কখন কি করা চাই।’
বিসিবি বস এমন সমালোচনায় মাতলেও পরিসংখ্যান সাকিবের পাশেই আছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৮৪ রান, ৭১.০০ গড়। সঙ্গে ছ’টি উইকেট। ওয়েলিংটনে ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস খেলেন এই টাইগার ব্যাটসম্যান। ২১৭ রানের সেই ইনিংস খেলার পর আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব ক্যারিয়ার সেরা ২৩ নম্বরে উঠেন তিনি। ক্রাইস্টচার্চে ৫৯ ও ৮ রান অাসে তার ব্যাটে। যদিও তার আউটের ধরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু র্যাঙ্কিংয়ে গুরুত্ব পায় শুধু রানসংখ্যা!
তাইতো মঙ্গলবার সাকিব ব্যাটিংয়ে একধাপ এগিয়েছেন। আবার বোলিংয়েও এগিয়ে উঠেন ১৪ নম্বরে। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৪৩।
Discussion about this post