ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশে পা দিয়ে তিনদিনে দু’বার করোনা পরীক্ষা করালো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিয়ম মেনে একদিন বাদেই অনুশীলনে নেমে যেতে পারতো বাংলাদেশ দল। কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ আসলেও বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামছে না। ছাড়পত্র পেলেও একদিন পিছিয়ে শুক্রবার ঢাকার মাঠে অনুশীলন শুরু করবে সফরকারী উইন্ডিজ দল।
অবশ্য করোনা শঙ্কা নিয়েই এখন চলছে ক্রিকেট। অবশ্য জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করেই ফিরছে আন্তর্জাতিক ম্যাচ। ১০ জানুয়ারি ঢাকায় পা রেখেছে ক্যারিবীয় দল। শর্ত অনুযায়ী ৩ দিন হোটেল বন্দি কোয়ারেন্টাইন করবে তারা। সেটি শেষ হলেও বৃহস্পতিবারও হোটেল বন্দি থাকছে তারা।
তার আগে অবশ্য দুবার কোভিড ১৯ পরীক্ষা দিল দল। সে পরীক্ষার ফল নেগেটিভ আসলেও আগের সূচি মেনে অনুশীলনে নামা হচ্ছে না তাদের। বাংলাদেশে আসার পথে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর ব্যবহার করে উইন্ডিজ। বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের বেঁধে দেওয়া নিয়ম মোতাবেক, যুক্তরাজ্য হয়ে আসলে ১৪ দিনের কোয়ারেনটাইন বাধ্যতামূলক।
এ কারণেই দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েও চতুর্থ দিনে গিয়ে তাদের অনুশীলনে নামার প্রক্রিয়া বাঁধাগ্রস্ত হয়। জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে সেই শঙ্কা দূর করা গেছে।
বুধবার দ্বিতীয় কোভিড টেস্টের নমুনা দেয় উইন্ডিজ দল। সেখানেও সবাই নেগেটিভ প্রমাণিত হলে অনুশীলনের আর বাধা নেই। তবে তারা নিজেরা প্রস্তুত হয়নি। এ কারণেই শুক্রবার অনুশীলনে ফিরতে চাইছে ক্যারিবীয় দল।
Discussion about this post