ক্রিকবিডি২৪.রিপোর্ট
বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব বুধবারই বুঝে নিয়েছেন রামেল ডমিঙ্গো। শুধু তাই নয় সাবেক এ দক্ষিণ আফ্রিকার এদিন নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছেন, আপাতত সাকিব আল হাসানদের সঙ্গে সুসম্পর্ক গড়তে চান। এছাড়া শিষ্যদের বিশ্বাস অর্জনে কাজ করবেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানিয়েছেন, বাংলাদেশ দলের উন্নতির জন্য টেস্ট ম্যাচকে গুরুত্ব দেবেন, ‘নিয়মিত টেস্ট না খেললে দলের উন্নতি সম্ভব নয়।’
এদিকে শিষ্যদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দিচ্ছেন ডমিঙ্গো, ‘শুরুতেই আমার লক্ষ্য খেলোয়াড়দের সঙ্গে সংযোগ স্থাপন। সুসম্পর্ক গড়ে তোলা; খেলোয়াড়ের বিশ্বাস অর্জনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আগামী দু-এক সপ্তাহ সবকিছু পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণটা হবে, খেলোয়াড়েরা আমার কাছ থেকে কেমন শিখতে পারছে।’
গেল বিশ্বকাপে বাংলাদেশ অষ্টম হলেও দুর্দান্ত খেলেছে। পরে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা হোয়াইটওয়াশ হলেও ব্যাপারটি নিয়ে ভাবছেন না ডমিঙ্গো। ঐ দুই টুর্নামেন্টে পাওয়া ইতিবাচক দিক গুলোই এবার নিতে চাইছেন ডমিঙ্গো। যা দিয়ে পরবর্তীতে টাইগারদের সামনে এগিয়ে নেবেন এ দক্ষিণ আফ্রিকান, ‘আমি মনে করি না শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বলেই বাংলাদেশ খুব বাজে দল। আমি শ্রীলঙ্কায় বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে খুব বেশি পড়িনি। বিশ্বকাপে তারা কিন্তু সত্যিই খুব ভালো খেলেছে। কয়েকটি ম্যাচে জেতার খুব কাছে গিয়েও বাংলাদেশ হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তো ওই রান আউটটিই সর্বনাশ করেছে। এই দলটা বিশ্ব ক্রিকেটে শক্তিশালী দল হয়ে ওঠার খুব কাছেই রয়েছে।’
Discussion about this post