হঠাৎ করেই ঘোষণাটা এল। জ্যাক ক্যালিস চমকে দিলেন সবাইকে! জানালেন ভারতের বিপক্ষে ডারবানে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাচ্ছেন। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এরপরই টেস্ট ক্রিকেটে শেষ হয়ে যাবে ক্যালিস অধ্যায়। সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন তিনি।
ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) ওয়েবসাইটে ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিসের অবসরের সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়।
১৬৫ টেস্ট খেলা ক্যালিস বলেন, ‘ গত ১৮ বছর আগে অভিষেকের পর থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অংশ থাকতে পারাটা আমার জন্য অনেক সম্মানের। খেলার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। তবে আমার এখন মনে হয়েছে, টেস্টের সাদা পোশাক তুলে রাখার এটাই সেরা সময়। এবার অবসর নিতে চাই।’
Discussion about this post