ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই প্রথম টেস্টে দুঃস্বপ্নের মতো একটা সেশন কাটল বাংলাদেশের। ক্যারিবীয় পেস বোলারদের তোপের মুখে পড়ে বুধবার মাত্র ৪৩ রানে অলআউট বাংলাদেশ ক্রিকেট দল। এটিই টেস্ট ইতিহাসে বাংলাদেশের সর্বনিম্ম রানের ইনিংস। বুধবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে কলঙ্ক যোগ হল টাইগার ক্রিকেটে।
এর আগে ২০০৭ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ৬২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। যা এতোদিন ছিল ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন রান। এবার তারচেয়েও তিক্ত অভিজ্ঞতা হল সাকিব আল হাসানের দলের। অ্যান্টিগা টেস্টের ১ম ইনিংসে কিছু বুঝে উঠার আগেই অলআউট বাংলাদেশ! এক পর্যায়ে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জার শঙ্কা পড়ে যান টাইগার ভক্তরা। টেস্ট ইতিহাসে সর্বনিম্ম রানে অলআউটের অনাকাংখিত রেকর্ডটা থাকল নিউজিল্যান্ডেরই। মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল কিউইরা।
একইভাবে এটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮তে অলআউট হয়েছিল। টি-টুয়েন্টিতে টাইগারদের সর্বনিম্ন স্কোর ৭০। আর টেস্ট ইতিহাসেই এটি ষষ্ঠ সর্বনিম্ন রানের ইনিংস।
ক্যারিবীয় পেসারদের সামলাতেই বুধবার হিমশিম খেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পন করে টাইগার ব্যাটসম্যানরা। টস হেরে ব্যাট করতে নেমে ভয়াবহ এক অভিজ্ঞতা হল। ম্যাচে উইন্ডিজ পেসার কেমার রোচ প্রথম ঘণ্টাতেই তুলেন পাঁচ উইকেট। এজন্য খরচ করেন মাত্র ৮ রান।
দিনের শুরুতেই উইকেট পতনের মিছিলে সামিল হন তামিম ইকবাল। বাংলাদেশ ওপেনার ফিরে যান মাত্র ৪ রানে। এরপর চটজলদি তাকে অনুসরন করেন মুমিনুল হক (১), মুশফিকুর রহীম (০), সাকিব আল হাসান (০) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (০)। তখন রোচ মাত্র ৬ রানে শিকার করেন সেই ৫ উইকেট।
এরইমধ্যে কিছুক্ষণ উইকেটে থাকলেন শুধু লিটন কুমার দাস। ২৫ রান করেন তিনি। তারপরই নুরুল হাসান (৪) ও মেহেদী হাসান মিরাজের (১) চটজলদি ধরেন সাজঘরের পথ। রুবেল হোসেন ৬ ও কামরুল ইসলাম রাব্বি কোন রানই করতে পারেন নি। সবমিলিয়ে ১৮.৪ ওভারে অ্যান্টিগায় সকালেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ, ১ম ইনিংসে: ১৮.৪ ওভারে ৪৩/১০ (তামিম ৪, লিটন ২৫, মুমিনুল ১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ০, সোহান ৪, মিরাজ ১, রাব্বি ০, রুবেল ৬*, আবু জায়েদ ২; রোচ ৫/৮, গ্যাব্রিয়েল ০/১৪, হোল্ডার ২/১০, কামিন্স ৩/১১)
Discussion about this post