শনিবার দ্বিতীয় টি-টুয়েন্টিতেও জিতল পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদের রেকর্ড গড়ার দিনে পাকিস্তান ১৯ রানে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। ফলে ২-০ তে সিরিজ জিতে নিল পাকিস্তান।
প্রথম ম্যাচের চেয়ে এদিন ব্যাটিং আরও ভালো হল পাকিস্তানের। মাত্র ১ উইকেট হারিয়ে তুলল ১৭৯ রান। ৬৪ বলে অপরাজিত ৯৮ রান করে অনেক রেকর্ডই গড়লেন আহমেদ শেহজাদ। টি-টুয়েন্টি ক্রিকেটে এটা তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। সে সঙ্গে সর্বোচ্চ ইনিংস কোনো পাকিস্তানি ব্যাটসম্যানেরও। ৬টি ছক্কা হাঁকিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের পক্ষে এক ইনিংসে সর্বাধিক ছক্কার মালিকও তিনি। অধিনায়ক মোহাম্মদ হাফিজের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে করেছেন ১৪৩ রান। টি-টুয়েন্টিতে এটা পাকিস্তানের সর্র্বোচ্চ রানের জুটি। মোহাম্মদ হাফিজ ৪০ বলে করেন অপরাজিত ৫৪। জবাবে ৬ উইকেটে ১৬০ রান করে স্বাগতিক জিম্বাবুয়ে। ৩২ বলে ৪১ রান করেন মাসাকাদজা। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ ৩ এবং জুলফিকার বাবর ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ১৭৯/১, ২০ ওভার (শেহজাদ ৯৮*, নাসির জামশেদ ২৩, হাফিজ ৫৪ *; মাসাকাদজা ১/৪২)।
জিম্বাবুয়ে : ১৬০/৬, ২০ ওভার (সিবান্দা ২৩, মাসাকাদজা ৪১, উইলিয়ামস ২৫, ওয়ালার ২০, চিগুম্বুরা ৩৫*; হাফিজ ৩/৩০, বাবর ২/২১)।
ফল : পাকিস্তান ১৯ রানে জয়ী।
সিরিজ : দুই ম্যাচ সিরিজে পাকিস্তান ২-০ তে জয়ী।
ম্যাচসেরা ও সিরিজসেরা : আহমেদ শেহজাদ।
Discussion about this post