টেস্ট সিরিজে যারপরনাই ব্যর্থ। কিন্তু ওয়ানডেতে সেই চেনা ছন্দে ভারতীয় ক্রিকেট দল। প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। কিন্তু এরপরই ২ ম্যাচ জিতে ৫ ম্যাচ সিরিজে ২-০ ‘তে এখন এগিয়ে গেল ভারত।
শনিবার তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৬ উইকেটে অনায়াসে হারাল ভারত। এর অর্থ সিরিজ হারছে না সফরকারীরা।
ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শেষ পর্যন্ত ২২৭ রানে অলআউট হয়ে যায় তারা। অ্যালিয়েস্টার কুক ৪৪, হেলস ৪২, জস বাটলার ৪২, জেমস ট্রেডওয়েল ৩০ রান করেন।
রবিচন্দ্রন অশ্বিন ৩৯ রানে ৩ উইকেট নেন।
জবাব দিতে নেমে ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অবশেষে রানে ফিরেছেন বিরাট কোহলি। তিনি করেন ৪০। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ৪২ রান। অজিঙ্কা রাহানে করেন ৪৫, আম্বাতি রাইডু অপরাজিত ৬৪।
টানা দুই জয়ের পর নিশ্চিত হয়ে গেল ওয়ানডে সিরিজ হারছে না ভারত। ২ সেপ্টেম্বর বার্মিংহ্যামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দেশ।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড: ৫০ ওভারে ২২৭ (কুক ৪৪, হেলস ৪২, বেল ২৮, বাটলার ৪২, ট্রেডওয়েল ৩০, অশ্বিন ৩/৩৯, রাইডু ১/৮)
ভারত: ৪৩ ওভারে ২২৮/৪ (রাহানে ৪৫, কোহলি ৪০, রাইডু ৬৪*, রায়না ৪২, জাদেজা ১২*; স্টোকস ১/৩১, ওকস ১/৪৩)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: রবিচন্দ্রন অশ্বিন।
Discussion about this post