নতুন নিয়মে টেস্টে ক্রিকেটে টস তুলে দিতে চাইছে আইসিসি। এনিয়ে মুম্বাইয়ে এ মাসের শেষ দিকে ব্যাপারটি নিয়ে আলোচনায় বসবে আইসিসির ক্রিকেট কমিটি। তার আগে অবশ্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানালেন, টেস্ট তুলে দেয়ার পক্ষে নন তিনি।
জানা গেছে, স্বাগতিক দল হোম কন্ডিশনের যে সুবিধা নিয়ে থাকে, সেটা কমাতেই টসপ্রথা তুলে দেওয়ার কথা ভাবছে আইসিসির কমিটি। এনিয়ে আইসিসির একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। তখন সিদ্ধান্তে আসা যায়নি।
এ অবস্থায় টস না থাকলে টেস্টে বেশি সুবিধা পাবে সফরকারী দল। তারা সিদ্ধান্ত নেবে আগে ব্যাটিং না বোলিং করবে। সামনের বছর অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফরে এ পদ্ধতিটি প্রয়োগ করার কথা ভাবছে আইসিসি।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এনিয়ে বলেন,‘দেখা যাক এটা কার্যকর হয় কিনা। তবে আমি এর বিপক্ষে। যে কারণে এটি করা হচ্ছে। স্বাগতিক দলকে এ সুবিধা না দেওয়ার জন্যই তো স্বাগতিক দল টস জিতল না? তাহলে তারা কিভাবে সুবিধা পাবে। তাহলে তো সুবিধা আর পাচ্ছে না।’
টস তুলে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এ দলে আরও আছেন, ভারতের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদি, দিলীপ ভেংসরকার ও পাকিস্তানের সাবেক অধিনায়ক আসিফ ইকবাল।
Discussion about this post