হঠাৎ করে জোহানেসবার্গের উইকেট যেন ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে রোববার টেস্টের শেষ দিনে যে কোনো কিছুই ঘটতে পারে। জয়ের সম্ভাবনা উজ্জ্বল ভারতের। সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকারও। একইভাবে ড্রয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
টেস্টে প্রথম ইনিংসে ভারত করেছিল ২৮০, দক্ষিণ আফ্রিকা ২৪৪। দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করলে ভারতের স্কোর দাঁড়ায় ৪২১। ৪৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শনিবার চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ১৩৮। জিততে তাদের চাই ৩২০ রান। ভারতের প্রয়োজন ৮ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ২৮০/১০ ও ২য় ইনিংস : ৪২১/১০ (পুজারা ১৫৩, কোহলি ৯৬, রাহানে ১৫, ধোনি ২৯, জহির ২৯*; ফিল্যান্ডার ৩/৬৮, ক্যালিস ৩/৬৮, তাহির ২/৬৯)।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২৪৪/১০ ও ২য় ইনিংস : ১৩৮/২ (পিটারসেন ৭৬ ব্যাটিং, স্মিথ ৪৪, প্লেসিস ১০ ব্যাটিং; শামি ১/৩০)।
Discussion about this post