এইতো সেদিনও বলা হচ্ছিল শেষ হয়ে যাচ্ছে ক্রিস গেইল ম্যাজিক। সেই চেনা ছন্দেও যে ছিলেন না ক্যারিবিয়ান এই তারকা ব্যাটসম্যান। তবে মঙ্গলবার ঠীকই দেখা মেলল তার ব্যাটিং ঝড়। এদিন টর্নেডো শুরুর আগেই টি-টুয়েন্টি ক্রিকেটে দশহাজার রান পূর্ণ করে ফেলেন তিনি। দরকার ছিল মাত্র ৩ রান। সেটা চট জলদি করে ফেলেন তিনি। আইপিএলের ম্যাচে রাজকোটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এ ব্যাটসম্যান গুজরাট লায়ন্সের বিপক্ষে সেই মাইলফলক পেরিয়ে যান। টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে একমন কীর্তি গড়লেন তিনি।
মোট ২৯০ ম্যাচে পেরিয়ে গেলেন ১০ হাজার রানের অনন্য মাইলস্টোন। তবে ইদানিং সময়টা ভাল যাচ্ছিল না তার। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ৫ ম্যাচে করেন ১০৯ রান। পাকিস্তান সুপার লিগেও ফ্লপ। ৯ ম্যাচে ১৬০ রান, তার নামের পাশে মানানসই নয়।
মনে হচ্ছিল ৩৭ পেরিয়ে যাওয়া গেইলের দিন শেষ। কিন্তু এদিন ৭ ছক্কার ঝড়ে করেন ৩৮ বলে ৭৭ রান। মানে ফুরোয় নি গেইল ম্যাজিক। দীর্ঘদিন ধরে টি-টুয়েন্টিতে রাজত্ব করা ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার খেলেছেন বিশ্বের প্রায় সবগুলো বড় লিগে। এমন কী ঢাকার মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও দেখা গেছে তাকে। ঝড় তুলেছেন ব্যাট হাতে। রেকর্ড ৭৬৪টি চার হাঁকিয়েছেন। আর ছক্কা মেরেছেন ৭৩৬টি। যা কীনা বিশ্বরেকর্ড!
টি-টুয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গেইলের। ৩০ বলে তিন অংকে পৌঁছান তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস রানের ইনিংসটিও তার। করেন ১৭৫*। ১৮ সেঞ্চুরির রেকর্ডটাও গেইলের। এমন একাধিক রেকর্ড যোগ হয়েছে তার নামের পাশে।
টি-টুয়েন্টিতে রান সংগ্রহে তার পরই আছেন ব্রেন্ডন ম্যাককালাম। করেছেন ৭ হাজার ৫২৪ রান।









Discussion about this post