তাকে বলাই হয় টি-টুয়েন্টির ব্যাটসম্যান। সেই পরিচয়টাকে আরো বড় করলেন সাব্বির রহমান রুম্মন। তুলে নিলেন ২০ ওভারের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। রোববার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে এমন কীর্তি গড়লেন রাজশাহী কিংসের এই ব্যাটসম্যান। বরিশাল বুলসের বিপক্ষে মাত্র ৫৩ বল খেলে পেয়ে গেলেন তিন অংকের স্কোরের দেখা।
স্মরণীয় ইনিংসটাতে ১২২ করে থামেন সাব্বির।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহী কিংস ১৯৩ রানের পাহাড় সমান লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল। সেই লক্ষ্যটাকে সহজ করে দেন সাব্বির। যদিও শেষ দিকে এসে ব্যাটসম্যানদের ব ব্যর্থতায় ম্যাচ জেতা হয়নি। ৪ রানে ম্যাচ জিতে বরিশাল।
কিন্তু সাব্বির সফল। ৬১ বলে সমান ৯টি করে চার-ছক্কা। তাতেই সাব্বিরের ১২২ রান। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে ঢাকার বিপক্ষে বরিশালের পক্ষে সর্বোচ্চ ১১৬ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। সাব্বির এবার সেই গেইলকে ছাড়িয়ে গেলেন।
ইতিহাস জানাচ্ছে টাইগারদের মধ্যে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে সেঞ্চুরি করেন সাব্বির। এর আগে মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস শতরান করেন।
Discussion about this post