ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের একই দৃশ্য! সম্ভাবনা জাগিয়েও চাপের মুখে এলোমেলো ব্যাটিং! এই সুযোগে পুনেতেও রাজত্ব ভারতের। দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। প্রোটিয়াদের রোববার দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৯ রানে অলআউট করে বিরাট কোহলির দল। তার পথ ধরে পুনে টেস্ট ইনিংস ও ১৩৭ রানে জিতে স্বাগতিকরা।
ইতিহাস জানাচ্ছে- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এটিই সবচেয়ে বড় জয় ভারতের। ২০১০ এর ফেব্রুয়ারিতে কলকাতা টেস্টে ইনিংস ও ৫৭ রানের ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় মাত্র ২৭৫ রানে। তারপর ফলোঅনে পড়া দলটাকে ভারত অধিনায়ক বিরাট কোহলি ফের ব্যাটিংয়ে পাঠালেন। এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করায় ভারত। ২০০৮ সালে লর্ডস টেস্টের পর প্রথমবার ফলো-অনে ব্যাট করতে নামে প্রোটিয়ারা।
চাপের মুখে দাঁড়িয়েও কিছু করা হয়নি। তবে তৃতীয় উইকেটে অধিনায়ক ফাফ দু প্লেসিসের সঙ্গে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন ডিন এলগার। কিন্তু হয়নি। এলগার ৭২ বলে আট চারে তার করা ৪৮ রানে থামেন। তিনটি করে উইকেট নেন উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা। তবে ম্যাচসেরা ১ম ইনিংসে অপরাজিত ২৫৪ রান করা বিরাট কোহলি!
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৬০১/৫ (ইনিংস ঘোষণা)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৭৫/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৬৭.২ ওভারে ১৮৯/১০ (মারক্রাম ০, এলগার ৪৮, ডি ব্রুইন ৮, দু প্লেসি ৫, বাভুমা ৩৮, ডি কক ৫, মুথুসামি ৯, ফিল্যান্ডার ৩৭, মহারাজ ২২, রাবাদা ৪, নরকিয়া ০; ইশান্ত ৫-২-১৭-১, উমেশ ৮-৩-২২-৩, শামি ৯-২-৩৪-১, অশ্বিন ২১-৬-৪৫-২, জাদেজা ২১.২-৪-৫২-৩, রোহিত ২-০-৪-০, কোহলি ১-০-৪-০)
ফল: ভারত ইনিংস ও ১৩৭ রানে জয়ী।
ম্যাচসেরা: বিরাট কোহলি।
Discussion about this post