ব্যাক্তিগত জীবনটা আড়ালে রাখতেই পছন্দ করেন বিরাট কোহলি। কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না। কারণ একটা তার স্ত্রীও একজন সেলেব্রেটি। আনুশকা শর্মা আর তিনি প্রায়ই উঠে আসেন আলোচনায়। বিষয়টা নিয়ে এরইমধ্যে বিরক্তি প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। জানিয়ে রেখেছেন তার ভবিষ্যত প্রজন্মকে ক্রিকেট থেকে দুরে রাখতে চান। আনুশকা-বিরাট দম্পত্তির কোল জুড়ে সন্তান আসলে ক্রিকেটের সংস্পর্শে না আসার সম্ভাবনাই বেশি!
‘ইএসপিএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন কোহলি। ভারত অধিনায়ক জানালেন, ‘এখনকার এই জনপ্রিয়তা একদিন শেষ হয়ে যাবে। দেখুন আমার একটা পরিবার আছে। একদিন আমার সন্তানও হবে। তারা আমার কাছ থেকে সময় পাওয়ার অধিকার রাখে। সেই সময়ে, আমি চাই না আমার সন্তানের আমার ক্রিকেট ক্যারিয়ারের সাফল্য-ব্যর্থতা সম্পর্কে কিছু জানুক। চাই না তারা বেড়ে ওঠার সময় আমার ক্যারিয়ারের কো্ন ট্রফি কিংবা প্রাপ্তি আমার বাড়িতে থাকুক।’
একইভাবে স্ত্রী বলিউড তারকা অানুশকা শর্মার কথাও বললেন বিরাট জানালেন। বললেন, ‘দেখুন, আমি সবসময়ই স্ত্রীর সঙ্গে আছি। কারণ ও অনুপ্রেরণাদায়ী একজন ব্যক্তিত্ব। তার কল্যাণেই জীবন এখন অনেক সহজ হয়ে গেছে। এখন অনেক কিছুই সামাল দেওয়া শিখে গেছি আমি। ও অনেক কিছুই সহজ করে দিয়েছে।’
Discussion about this post