ক্রিকবিডি২৪.কম রিপোট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পাল্টালেন মুশফিকুর রহীম। চিটাগং ভাইকিংস ছেড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসে নাম লেখালেন তিনি। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক দলটির আইকন ক্রিকেটার। এই দলটির ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার নাফিসা কামাল এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
এ বছরের ৪ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা বিপিএল সপ্তম আসরের। তার আগেই দল গোছাতে শুরু করেছে ফ্রাঞ্চাইজি দলগুলো। সে হিসাবেই মুশফিককে দলে টেনেছে কুমিল্লা।
বিপিএলের আগের আসরে কুমিল্লার আইকন ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল। ফাইনালে দারুণ একটি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। কিন্তু এবার খুলনা টাইটান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ড্যাশিং এ ওপেনার তামিম। এ কারণেই মুশফিকের সঙ্গে চুক্তি করেছে কুমিল্লা।
গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেন মুশফিক। তার ব্যাটে ভর করে সেমি-ফাইনালে খেলেছিল বন্দরনগরীর দলটি। এ অবস্থায় লন্ডনে একটি প্রোগ্রামের আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানেই দলটির কর্ণধার নাফিসা কামাল এবারের বিপিএলে ভিক্টোরিয়ানসদের আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করেন।
Discussion about this post