একটা জয়ই সবকিছু বদলে দিতে পারে- এই মন্ত্র সামনে নিয়ে খেলতে নামলেও সেই ‘একটা জয়’ ধরা দিচ্ছে না। কিছুতেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসা হচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অথচ মাশরাফি বিন মর্তুজার এই দলটিই কীনা গতবারের চ্যাম্পিয়ন। এইতো শুক্রবার রাতেও সেই একই গল্পের সাক্ষী হল। হার এবং হার।
বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়ে ৯ উইকেটে জিতল রংপুর রাইডার্স।
আর তাতেই হারের অপ্রত্যাশিত রেকর্ডটা আরো ভারী হল। এনিয়ে পাঁচ ম্যাচের সবগুলোতেই হারল কুমিল্লা। মাশরাফির দল তাইতো পয়েন্ট টেবিলে সবার নীচে। উল্টো পিঠে রংপুর জিতল পাঁচ ম্যাচের চারটিতে।
একের পর এক এমন হারে যারপরনাই হতাশ মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচ শেষ হতেই ক্ষোভ আড়াল করতে পারেননি এই এই তারকা ক্রিকেটার। মাশরাফি বলছিলেন, ‘ব্যাটসম্যানদের আসলে কি হয়েছিল? জানতে চাওয়ার অবশ্যই ব্যাপার আছে। টিম মিটিং হবে। তারাও জানাবে কি সমস্যা হচ্ছিল এই উইকেটে। উইকেট যেমনই হোক ১০ ওভারে ৪৫ রানের পর হাতে ৮ উইকেট রেখে ব্যাটসম্যানদের মারতেই হবে। আমি জানি না আসলে মাঠের ভেতর কী হয়েছিল। অবশ্যই আলোচনা করে জানবো কি হয়েছিল।’
সব মিলিয়ে ব্যাটসম্যানদের কাছে জবাবদিহি চাইবেন মাশরাফি। তাদের পারফরম্যান্সে কিছুতেই খুশি হতে পারছেন না অধিনায়ক। এমন একটার একটা হার- মনোবলটাও ভেঙ্গে দিয়েছে কুমিল্লার। যা কীনা মাশরাফির মতো লড়াকু অধিনায়কের সঙ্গে ঠিকঠাক যায় না।
তাইতো ম্যাশ নিজেই চাইছেন মাঠে খেলেই সেই ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে। যেমনটা বলছিলেন টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক, ‘মাঠে খেলেই খেলা বদলাতে হবে। আমার কাছে মনে হয় সব কিছুই মনোযোগের ঘাটতি। এই জিনিসটা আমাদের সরাতে হবে। ঠিক চেনা পথে ফিরতে হবে।’
Discussion about this post