দ্বিতীয় ইনিংসে শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখার আশায় ছিল ইডেন। কিন্তু এবারও হতাশ হতে হল। মোহাম্মদ শামি আর রবিচন্দন অশ্বিনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট ১৬৮ রানে। শুক্রবার ইনিংস ও ৫১ রানে ভারত জিতলেও ইডেন গার্ডেনের দর্শকরা যেন খুশি হতে পারেনি! কারন একটাই-শচীনের ব্যাটিং যে দেখা হল না। আর কখনো ইডেনে দেখার সুযোগও তো মিলবে না। ১৪ নভেম্বর মুম্বাই টেস্ট খেলেই যে তিনি চলে যাবেন সাবেকদের তালিকায়। ইডেনে প্রথম ইনিংসে শচীন আউট হয়েছিলেন ১০ রানে। সেটা ছিল আম্পায়ারের ভুল সিদ্ধান্ত!
শুক্রবার টেস্ট শেষ হওয়ার আগেই মাঠে চলে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনিই একের পর এক শচীনের হাতে তুলে দেন নানা উপহার। সব উপহার হাতে জমাতে হিমশিম খাচ্ছিলেন ভারতের সর্বকালের সেরা এ ক্রিকেটার।
প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলী পাগড়ি পরিয়ে দেন শচীনকে। জড়িয়ে ধরেন তার দীর্ঘদিনের সতীর্থকে।
পশ্চিমবঙ্গের ক্রিকেটের প্রধান জগমোহন ডালমিয়া দেন অভিনব এক উপহার। কাঁচে মোড়ানো একটি ছোট্ট গাছ, যেতে ১৯৯টি পাতা! শচীনের ১৯৯ টেস্টের কথাই যেন মনে করিয়ে দিলেন। সঙ্গে সোনার কয়েনও দেওয়া হয় ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডের মালিকের হাতে।
এবার শচীনকে বিদায় জানাতে প্রস্তুত মুম্বাই!
Discussion about this post