‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) যদি এশিয়া কাপের জন্য ভিন্ন কোন ভেন্যু চায় তবে আমরা এই টুর্নামেন্ট আয়োজনে তৈরি।’
-কে বলছে এ কথা?
শ্রীলঙ্কা!
কলম্বোতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা এই তার দেশের এই আগ্রহের কথা জানিয়েছেন।
শুধু এশিয়া কাপ নয়-মার্চের টি-টুয়েন্টিও আইসিসি যদি বাংলাদেশ থেকে সরিয়ে অন্য কোথায় নিতে চায় তবে সেই টুর্নামেন্টও নিজ দেশে আয়োজনের বাড়তি আগ্রহের কথা প্রকাশ করেছে শ্রীলঙ্কা।
লঙ্কান ক্রিকেটের সম্পাদক জানান-‘ সংক্ষিপ্ত সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করার মতো মাঠ এবং অবকাঠামোগত সুযোগ সুবিধা আমাদের আছে। প্রস্তাব এলে আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপও আয়োজন করতে প্রস্তুত।’
বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশে হবে কিনা-সেটা স্থির করতে এসিসি’র শীর্ষ কর্তারা কলম্বোতে ৪ জানুয়ারি বৈঠকে বসছেন। এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
এশিয়া কাপ এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ-এই দুটো টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের কথা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সহিংসতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি এই দুটো টুর্নামেন্টের আয়োজক হিসেবে বাংলাদেশের অবস্থানকে সংকটে ফেলে দিয়েছে। ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন নিরাপদ কিনা-সেই প্রশ্নও উঠছে খোদ আইসিসিতে। আগামী ২৪ ফেব্র“য়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকায় এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের কথা রয়েছে। আর ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট-এই তিন শহরে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সূচি ঠিক হয়ে আছে। তবে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুরো দেশে যেভাবে সহিংস পরিবেশ বিরাজ করছে তাতে এই দুটো টুর্নামেন্ট আয়োজক হিসেবে বাংলাদেশের নাম কাটা পড়তে পারে-এমন আশংকা প্রবল।
বাংলাদেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি আইসিসি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গত ডিসেম্বরে চট্টগ্রাম সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯ দলের হোটেল কমপ্লেক্সের মধ্যে ককটেল বিষ্ফোরণের জের হিসেবে ক্যারিবীয়রা আর মাঠেই খেলতে নামেনি। সোজা দেশে ফিরে যায়। সন্দেহ নেই বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ‘দুর্ঘটনা’ একটা বড় ক্ষত তৈরি করল।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে-বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে ক্রিকেট খেলতে দল পাঠানো হবে কিনা-সে বিষয়ে সরকারের কাছ থেকে তারা নির্দেশনা চেয়েছে।
এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে দুই টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দলের চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা। তবে এই সফরে শ্রীলঙ্কাও আসবে কিনা-সেই বিষয়ে তারা এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্পাদক নিশান্থা রানাতুঙ্গা এই প্রসঙ্গে বলেন-‘আমরা এই সফরের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের নিদের্শনা ও উপদেশ আমরা শুনছি। এই সফরের বিষয়ে খুব দ্রুতই আমরা একটা সিদ্ধান্তে পৌছাবো।’
Discussion about this post