প্রথম টেস্টের চেয়েও ভয়ংকর বিপর্যয় হলো। এবার আরো বড় ব্যবধানে হার। চার দিনেই সেন্ট লুসিয়া টেস্ট জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২৯৬ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ।
আর তাতেই দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো মুশফিকুর রহীমের দল।
অথচ খেলাটাকে পঞ্চম দিনে নিয়ে যাওয়ার পথটা তৈরি করে দিয়েছিলেন তামিম ইকবাল ও মুমিনুল হক। গড়েছিলেন শতরানের জুটি। কিন্তু অন্যরা যে সেই ব্যর্থতাতেই অবগাহন করল।
মঙ্গলবার সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনে শিবনারায়ন চন্দরপল সেঞ্চুরি তুলে নেওয়ার পরই ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৪ উইকেট হারিয়ে ২৬৯ করে। আর বাংলাদেশের সামনে ৪৮৯ রানের বড় লক্ষ্য ছুড়ে দেয় উইন্ডিজ।
এটা ছিল মিশন ইমপসিবল। প্রায় দুই’দিন ব্যাট করাটাও তো সহজ নয়। এ অবস্থায় ধৈর্যের পরীক্ষা দেওয়ার বদলে শুরুতেই
টি-টুয়েন্টি খেললেন শামসুর রহমান শুভ। আনাড়িপনার এরচেয় বড় উদাহরন আর কীইবা হতে পারে! ২৭ বলে ৩৯ সাজঘরে ফিরেন টেস্ট খেলার মতো ধৈর্য্য না থাকা এই ব্যাটসম্যান।
এরপর এনামুল হক আউট শুন্য রানে। তৃতীয় উইকেটে তামিম-মুমিনুল বেশ খেলছিলেন। দু’জন ১১০ রানের জুটি গড়েন। তামিম ফিরে যান ৬৪ রান।
এরপরই খড়কুটোর মতো উড়ে গেল বাংলাদেশ। মনেই হল না এটি কোন টেস্ট দল! ৩৪ রান যোগ করতে শেষ ৭ উইকেট!
মুমিনুল করলেন ৫৬। ব্যার্থতার ধারাবাহিকতা ধরে রাখলেন নাসির হোসেন। আর বাংলাদেশের ২য় ইনিংসে রান ১৯২।
৭৭ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার সুলিমান বেন।
সেন্ট লুসিয়া টেস্ট হাতছাড়া হয়ে গিয়েছিল আগেই। মঙ্গলবার অন্যরকম কিছু করার ইঙ্গিত দেখাতে পারল না বাংলাদেশ। আর তাতেই আরো বিপর্যয়ে মুশফিকুর রহীমের দল।
শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরির অপেক্ষাতেই ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিন। অভিজ্ঞ সেই ব্যাটসম্যান শতরান পেতেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। ৪ উইকেটে ২৬৯ রানে থামে ক্যারিবিয়রা। তাতেই দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ৪৮৯ রান।
সেন্ট লুসিয়ার বসেজু স্টেডিয়ামে মঙ্গলবার ৪ উইকেটে ২০৮ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৬৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। সিরিজে আরো একবার সফল চন্দরপল। করলেন অপরাজিত ১০১ রান। আগের দুটি ইনিংস ৮৫ ও ৮৪।
প্রথম ইনিংসে ৩৮০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে মুশফিকের দল অলআউট ১৬১ রানে।
ওয়ানডে সিরিজের পর এবার টেস্টেও ক্যারিবিয়দের কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। ব্যর্থতার চাদরে মোড়ানো এক সফর শেষ হল।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ৩৮০/১০ (চন্দরপল ৮৪*, জনসন ৬৬, ব্রেথওয়েইট ৬৩; আল-আমিন ৩/৮০) ও ২য় ইনিংসে ২৬৯/৪ ডিক্লেয়ার (ব্রেথওয়েইট ৪৫, জনসন ৪১, ব্র্যাভো ৭, চন্দরপল ১০১*, ব্ল্যাকউড ৬৬*; মাহমুদুল্লাহ ২/৬৪, শফিউল ১/৪২, তাইজুল ১/৮১)
বাংলাদেশ: ১ম ইনিংসে ১৬১/১০ (মাহমুদুল্লাহ ৫৩, তামিম ৪৮; রোচ ৫/৪২) ও ২য় ইনিংসে ১৯২/১০ (তামিম ৬৪, শামসুর ৩৯, এনামুল ০, মুমিনুল ৫৬, মাহমুদুল্লাহ ০, মুশফিক ১১, নাসির ২, তাইজুল ৪, শফিউল ১৪, রবিউল ০, আল-আমিন ০*; বেন ৫/৭২, টেইলর ৩/৩৯)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৯৬ রানে জয়ী
ম্যাচসেরা: শিবনারায়ন চন্দরপল।
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-০ ‘তে জয়ী
সিরিজ সেরা: ক্রেইগ ব্রেথওয়েইট
Discussion about this post