আক্ষেপে পুড়ে যাওয়া ছাড়া যেন এখন আর কিছুই করার নেই। একটুর জন্য এবারো স্বর্নপদক জিতে দেশে ফেরা হল না সালমা খাতুনদের। সম্ভাবনা জাগিয়েও শেষপর্যন্ত সেই পাকিস্তানের কাছেই হার!
ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে পাকিস্তানের কাছে ৪ রানে হারল বাংলাদেশের মেয়েরা। রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হলো এবারো।
এই এশিয়ান গেমসে এটিই বাংলাদেশের প্রথম কোনো পদক।
বৃষ্টি ফাইনাল ম্যাচটা পুরোপুরি নষ্ট করে দিয়েছিল শুক্রবার। তাতেই জয়ের জন্য ৭ ওভারে সালমাদের দরকার ছিল ৪৩ রান। কিন্তু তীরে এসে তরী ডুবে যায়। ৯ উইকেট হারিয়ে ৩৮ রান তুলে বাংলাদেশ।
এর আগে পাকিস্তানের মেয়েরা টসে জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ৯৭ রান।
রুমানা আহমেদ দুটি, জাহানারা আলম, সালমা খাতুন ও ফাতিমা খাতুন একটি করে উইকেট নেন।
এরপরই ইনচনের ইয়েনহুই ক্রিকেট গ্রাউন্ডে নেমে আসে বৃষ্টি। এরপর খেলা শুরু হতেই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশ দলের লক্ষ্য দাড়ায় ৭ ওভারে ৪৩ রান। জয়ের পথেই ছিলেন সালমা খাতুনরা। শেষ ৩ ওভারে প্রয়োজন মাত্র ১৪ রান। হাতে ছিল ৮ উইকেট। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সব শেষ!
এমন হারের পর হতাশ সালমা। বাংলাদেশ অধিনায়ক বললেন- ‘যদি সিঙ্গেলসের ওপরে খেলতাম তাহলে ম্যাচটা বেরিয়ে যেত। কিন্তু আমরা একটু চালিয়ে খেলতে গেছে। এটার দরকার ছিল না। আসলে একটু বেশি উত্তেজিত ছিলাম আমরা। অথচ একটু ঠাণ্ডা মাথায় খেললেই জিতে যেতাম।’
২০১০ সালের চীনের গুয়াংজু এশিয়ান গেমসেও পাকিস্তানের সঙ্গে হেরেই রৌপ্য জিতেছিল সালমার দল।
Discussion about this post